নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে আরও ১টি মালবাহী ট্রাক ব্রীজের রেলিং ভেঙ্গে উল্টে নদীতে পড়েছে। ১৪ ফেব্রুয়ারি রবিবার দিবাগত মধ্যরাতে সিমেন্ট বোঝাই ওই ট্রাকটি নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা বাজারের পূর্বপার্শ্বে তুলশী গঙ্গা নদীর উপর ব্রীজে। এতে কেউ নিহত হয়নি বলে পুলিশ জানায়। উল্লেখ্য রবিবার ভোরে অপর একটি কয়লা বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রীজের উপর থেকে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী ২ জনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দলার দরগা বাজারে একটি বে-সরকারী হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক চালককে মৃত ঘোষনা করেন। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কসতোসাংড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আহাদ আলী(৪০) ও আহত সহকারী একই জেলার কলচাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩০) বলে পুলিশ জানায়।
Leave a Reply