বজ্রকথা ডেক্স।- ১৫ ফেব্রুয়ারী দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান ‘ডিকাব টক’-এ ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তিস্তা চুক্তি সইয়ে সম্ভাবনা কম। তিনি বলেছেন, ভারতে এ নিয়ে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে। যদিও ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে অঙ্গীকার রয়েছে। তবে এ চুক্তি সইয়ে সব অংশীদারের ঐকমত্য প্রয়োজন। তবে তিনি মনে করেন অন্য ছয় নদীর পানি বণ্টন নিয়ে অনেক দ্রুত অগ্রগতি হতে পারে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ভারত আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে আরও জোরালো সম্পর্ক গড়তে অঙ্গীকারবদ্ধ। বিক্রম দোরাইস্বামী বলেছেন, সত্যি বলছি, ১৭ কোটি লোকের বিশাল দেশ বাংলাদেশ। ‘আমাদের কাছে পররাষ্ট্রনীতির কেন্দ্রে আছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব। ভারত কখনো বাংলাদেশের সঙ্গে ‘দাদাগিরি’ দেখায় না। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের জোরালো উন্নয়ন অংশীদার। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য ভালো। এ বিষয়ে কারও মনে কোনো ধরনের সন্দেহ নেই। ভারতের প্রতিটি সরকারের কাছেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ। সীমান্তে হত্যা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, সীমান্তে হত্যা কেউই চায় না। এ সমস্যা সমাধানে সীমান্তের দুই প্রান্তেই কাজ করার ও অর্থনৈতিক কর্মকান্ড উৎসাহিত করার ওপর তিনি জোর দেন।‘প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিক্রম দোরাইস্বামী বলেছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ওই সফরটির পরিকল্পনা আছে। ভারতে প্রবেশের জন্য কভিড ভ্যাকসিন নিতে হবে- এমন প্রচারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, কভিডমুক্ত সনদ নিয়ে ভারতে যাওয়া যাবে। কবে নাগাদ পর্যটক ভিসা চালু করা যাবে সে বিষয়ে তিনি জানেন না। তবে এ পরিস্থিতিতেও প্রতি কর্মদিবসে বাংলাদেশে ১৬ শ ভারতীয় ভিসা ইস্যু করা হচ্ছে। এদিন ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীনও বক্তব্য রাখেন।
Leave a Reply