নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।আজ বুধবার বিকেলে শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পল্লীশ্রী’র ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আয়োজনে নারী উদ্যোক্তাদের সহায়তার সমর্থনের বিশেষজ্ঞ সহায়কদের দুই দিনব্যাপী উক্ত কর্মশালা শেষ হয়।কর্মশালার আলোচনায় অংশ নেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, প্রশিক্ষক ও পরার্মশক শুভাশীষ চন্দ্র মন্ডল, দিনাজপুর ইনচার্জ সুরাইয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক নিপা। এছাড়াও ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালার প্রশিক্ষণে অংশ নেন সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২০ জন ওমেন চেম্বার অব কমার্স, এনজিও প্রতিনিধি, কমিউনিটি ও ইয়ুথ দলের সদস্য। নারীর অর্থনৈতিক অধিকার, উদ্যোক্তা, আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডে সম্পৃক্ত করণ, পুজি পাওয়ার উপায়, মানবাধিকার সামজিকিকরন প্রক্রিয়া, জেন্ডার ও জেন্ডার ভুমিকা, মজুরী বিহীন গৃহস্থলী কাজ, শ্রমবিভাজন, সেবাদানকারী প্রতিষ্ঠানে নারীর জন্য বিশেষ সেবা সমূহ কর্মশালায় আলোচনা হয়। আলোচনায় রিসোর্স পার্সনগন বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত নারীরা কোন সহযোগীতা চাইলে সর্বাত্বক সহায়তা দেয়া হবে।
Leave a Reply