নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে একই রাতে মাসুদ ট্রেডার্স ও মা সাইকেল এন্ড অটোজ নামে ২টি দোকান থেকে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ভাদুরিয়া বাজারে। মাসুদ ট্রেডার্সের মালিক সাইদুল বাশার মাসুদ জানান মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে যান। বুধবার সকালে তার পিতা আশরাফুল হক দুদু দোকানে গিয়ে দেখেন তালা দেয়া নাই। দোকানের ভিতরে গিয়ে দেখতে পান দোকানের বিভিন্ন মালামাল নাই। তার হিসাবে মতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল দোকান থেকে চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপর দিকে একই রাতে মা সাইকেল এন্ড অটোজ দোকানের তালা কেটে চোরেরা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি করেছে বলে দোকানের মালিক শরিফুল ইসলাম দাবী করছেন। এ ঘটনায় বাজারবাসীরা ব্যবসায়ী শহিদুল ইসলামের ব্যবসা কেন্দ্রে পাহারাদার পাকুড়িয়া গ্রামের আজিজের ছেলে মনিকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তবে পাহারাদার মনি চুরি বিষয়ে কিছু জানেন বলে মন্তব্য করছেন।
Leave a Reply