শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় রংপুরে ভাষা শহীদদের স্বরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে রংপুরবাসী। একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন অর্পণ করেন সর্বস্তরের মানুষ। এর আগে শনিবার রাত সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। শহীদ মিনার চত্বরসহ আশপাশের সড়কে নামে মানুষের ঢল। শুরুতেই রাত ১২টা এক মিনিট থেকে ভাষাসৈনিক পরিবার, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম। এছাড়াও মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম রাজুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, সাফিয়ার রহমান সাফি ও তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি, মোস্তাফিজার রহমান মোস্তফা ও এসএম ইয়াসিরের নেতৃত্বে জেলা এবং মহানগর জাতীয় পাটি, সামসুজ্জামান সামু ও শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে মহানগর বিএনপি, এমএ মজিদের নেতৃত্বে মহানগর শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেন করেন। এরপরইে ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, জাসদ, বাসদ (মার্কসবাদী) ও রংপুর প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিটি প্রেসক্লাব, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এক ঘণ্টার ব্যবধানে রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠে শহীদ মিনার।পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত ভাষাসৈনিক ও তাদের পরিবারের সদস্যরা ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয়।এদিকে আজ রবিবার সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ত্রীড়া সংগঠন, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহিফলের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com