রংপুর প্রতিনিধি।- জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে রংপুরে মহান শহিদ দিবস দিবস উপলক্ষে আলোচনা সভা, ভাষা সৈনিকগণের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় রংপুর পাবলিক লাইব্রেরি চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। অনুষ্ঠানে ভাষা সৈনিকগণের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া মহান শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply