সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

ইসলামের ভুল ব্যাখ্যা সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টা : ড. হাছান মাহমুদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদসহ সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ২৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রি: বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন সংকলিত ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন ।অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামের ভুল ব্যাখ্যা, সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্ট । তিনি বলেছেন, আমাদের দেশে কিছু রাজনৈতিক শক্তি এবং একই সঙ্গে কিছু উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্তের অপচেষ্টা চালায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পবিত্র ইসলাম রক্ষার দোহাই দিয়ে পাকিস্তান রক্ষার কথা বলা হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের কাফের আখ্যা দেওয়া হয়েছিল। পরে ইসলামের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমানসহ যারা ক্ষমতা দখল করেছিল তারা ক্ষমতা পাকাপোক্ত ও টিকে থাকার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সে ধারাবাহিকতায় হুসেইন মুহম্মদ এরশাদও ইসলামকে ব্যবহার করে সংবিধান কাটাছেঁড়া করেছেন, অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com