কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস: বাজিতপুরের দক্ষিণ পিরিজপুর গ্রামে বুধবার রাতে স্কুলছাত্র আব্দুল্লাহ আকাশ লাদেন প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছে। এরশাদ মিয়ার ছেলে লাদেন কটিয়াদী উপজেলার সরকারি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত ইদ্রিছ আলীর ছেলে সজীব মিয়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খুনের ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক সুমন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সুমনের বাড়ি বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের কৈকুড়ী গ্রামে। বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মূল হত্যাকারী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply