ডেক্স রিপোর্ট।- ইউনিসেফ জানিয়েছে, সিরিয়ায় এক দশকের যুদ্ধে দেশটিতে ১২ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৭০০ শিশু বিদ্রোহী দলের সেনা হিসেবে নিয়োগ পেয়েছিল।সুত্র বিবিসি।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া যুদ্ধে দেশটির অসংখ্য শিশুর ভবিষ্যৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্রমাগত সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং খাদ্য সংকট দেশটির ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে ভাবিয়ে তুলেছে। এমন তথ্য জানিয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।সংস্থাটি আরও জানিয়েছে, এক দশক ধরে দেশটিতে প্রতি আট ঘণ্টায় অন্তত একটি শিশু আহত কিংবা নিহত হয়েছে। আর যেসব শিশু প্রাণে রক্ষা পাচ্ছে, তাদের দিন কাটছে পুষ্টিহীনতায়, নানা সমস্যায়। তাদের সহায়তায় পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, দেশটির প্রায় ৯০ শতাংশ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। কারণ সহিংসতা, অর্থনৈতিক দুর্দশা এবং কভিড-১৯ মহামারী তাদের পরিবারকে মানবিক সহায়তার দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সিরিয়ার প্রায় অর্ধেক শিশু যুদ্ধ ছাড়া একটি দিনও দেখেনি। মহাসচিব সাংবাদিকদের আরও বলেছেন, তাদের মধ্যে ৬০ শতাংশ শিশু অনাহার ঝুঁকিতে রয়েছে।
Leave a Reply