কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় গৃহবধূ সিদ্দিকা বেগম (৩০) হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা মাইজহাটি কোনাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোজাম্মেল হক (৪০) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৩৫) এবং পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামের মৃত খুর্শিদ ভূঁইয়ার ছেলে কামরুজ্জামান কাজল (৩২)। দন্ডপ্রাপ্ত আসামিরা ও নিহত গৃহবধূ পরস্পরের নিকটাত্মীয়। রায় ঘোষণাকালে দন্ডিত স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও কামরুজ্জামান কাজল পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের কৃষক মো. আব্দুল কুদ্দুসের সঙ্গে তারই শ্যালক একই এলাকার মোজাম্মেল হকের অটো টেম্পুর ক্রয়-বিক্রয়সহ ব্যবসায়িক লভ্যাংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০০৯ সালের ৮ মে সন্ধ্যার দিকে পুলেরঘাট বাজার থেকে বাড়ির ফেরার পথে আসামিরা আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী সিদ্দিকা বেগমকে দেশীয় অস্ত্রে পিটিয়ে আহত করে। পরে জখমী দু’জন চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পরদিন ভোররাতে গুরুতর জখমী সিদ্দিক বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল কুদ্দুস বাদী হয়ে চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই হাসান আল মামুন ২০১০ সালের ৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (নং-১৫৪) দাখিল করেন। মামলা চলাকালে এক আসামি মাইজহাটি কোনাপাড়া গ্রামের মৃত মনা মিয়ার ছেলে আশরাফ উদ্দিন (৫০) মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। সাক্ষ্য-জেরায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক বুধবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট জীবন কুমার রায় এবং আসামিপক্ষে এডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু মামলাটি পরিচালনা করেন।
Leave a Reply