কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের ইটনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ঝুলন্ত অবস্থায় জসিম (৩০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইটনা সদর ইউনিয়নের ইটনা পুরানবাজারে ওই ব্যবসায়ীর গোডাউনের দরজার ছিটকারী ভেঙ্গে ভেতরে ঢুকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আগের দিন মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজারের মেইন রোড সংলগ্ন চাঁদনী স্টোর নামে নিজের মুদি দোকান থেকে সে বাজারের মধ্যগলিতে তার গোডাউনে গিয়েছিল। নিহত জসিম ইটনা সদর ইউনিয়নের মৃর্দাহাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে জসিমের দোকান কর্মচারী ও তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে গোডাউনের দরজা ভেতর থেকে লাগানো দেখে। এ সময় ডাকাডাকি করে ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদআহসান হাবীবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের দরজার ছিটকারী ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। সে গোডাউনের আড়ার সাথে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত জসিমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কি কারণে সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply