সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

সাপাহারে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২১৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসাইন আবির(২২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই হারুন অর রশিদ বেপারীর নেতৃত্বে থানা পুলিশ সদরের তিলনা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসাইন আবির এর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত গত ২০১৯ইং সালে তাকে দুই  বছরে সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষনার পর থেকে আনোয়ার হোসাইন আবির পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসাইন আবির উপজেলার পিছলীডাঙ্গা মলপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। পরদিন রোববার সকালে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com