শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রংপুর নগরীতে মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের ৯ সদস্য গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৮ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিবিদক।- রংপুর মহানগরীতে ইয়াবা, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকা থেকে ৪ দালাল চক্রের সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নগরীর আলমনগর ঠিকাদারপাড়া, কেডিসি রোড় ও রংপুর মেডিকেল চত্বর থেকে পৃথক পৃতক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর আলমনগর নুরপুর এলাকার নুরুল হক হিজরা মিলন, দর্শনা বিনোদপুর এলাকার হাসান হাবিব নয়ন, নুরপুর ছোট কবরস্থান এলাকার রমজান আলী, তাজহাট টিবি হাসপাতাল মোড়ের অমিত ঘোষ ও লালবাগ সুলতান বস্তি চুরিপট্রি এলাকার জাহিদুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১০০ গাঁজা ও ৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দিকে নগরীর ধাপ এলাকায় অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথ, মেডিকেল মোড় এলাকা ও পদ্ম ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোগি ও তাদের আত্মীয় স্বজনদের সাথে মারমুখি আচরণ করার সময় চিকিৎসা দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ধাপ জেল রোডের শাহিদ হোসেন বাবু (৩৫), ধাপ কাকলী লেনের ইসরাইল হোসেন (৩০), কেরানীপাড়ার গোলাম কিবরিয়া (৩৮) ও গঙ্গাচড়ার বুড়িরহাট গোয়ালু এলাকার জোনাব আলী (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। তিনি জানান, পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে কোতয়ালী ও তাজহাট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com