বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জ পৌর সভার পালপাড়ায় খড় শুকানোর জন্য সড়ক দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ২৭ এপ্রিল /২১ খ্রিঃ মঙ্গলবার সকালে প্রজাপাড়ার পাল পাড়ায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন সকালে পালপাড়ার ললিত চন্দ্র পালের পুত্র চন্ডিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ পাল (বাজাই) পাকা সড়কে খড় শুকাতে দেন। একই জায়গায় ধান শুকানোর জন্য প্রস্তুতি নেন সন্তোষ চন্দ্র পাল। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বির্তক শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে নির্মল চন্দ্র পাল, রবীন্দ্রনাথ পাল বাজাই, অনিল চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, কৃষ্ণ চন্দ্র পাল, সন্তোষ চন্দ্র পাল গুরুতর আহত হন। এ ঘটনায় উভয় পক্ষ পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে আপোষ মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষক রবীন্দ্র নাথ পালকে অমানবিক ভাবে মারডাং করায় পীরগঞ্জ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
Leave a Reply