বজ্রকথা ডেক্স।- হেফাজতে ইসলামের প্রথমসারির নেতা যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেছেন তার এক সময়ের প্রেমিকা কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ৩০ এপ্রিল/খ্রি: শুক্রবার সকালে মামলাটি দায়ের হয়েছে। মামলা নম্বর ৩০।মাওলানা মামুনুল হক এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এর আগে ছেলে আবদুর রহমানের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ২৭এপ্রিল মোহাম্মদপুরের একটি বাসা থেকে জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করে পুলিশ।সোনারগাঁ থানায় মামলা দায়ের ও হাসপাতালে মেডিকেল টেস্ট শেষে জান্নাত আরা ঝর্ণা গণমাধ্যমের কাছে মামুনুল হকের বিচার দাবি করে বলেছেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি রাষ্ট্রের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন তিনি এবং আমাকে বিয়ে করবেন বলে বারবার আশ্বাস দিলেও করেননি। বিয়ে করবেন এ প্রলোভনে ২০১৮ সাল থেকে আমাকে বিভিন্ন হোটেল, রিসোর্টে নিয়েছেন আর সময় পার করেছেন তবে বিয়ে করেননি। শুধু আমার সঙ্গে এ অন্যায় করেই শেষ হয়নি আমাকে দিনের পর দিন তিনি ব্যবহার করেছেন।’ জানা গেছে বিয়ের প্রলোভন দেখিয়ে হেফাজত নেতা মামুনুল হক দুই বছর ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়্যাল রিসোর্টে তাকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে তিনি মামলা করেন। মামলা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতিমধ্যে মামুনুল হককে অন্য একটি মামলায় ঢাকায় গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে ঝর্ণা উল্লেখ করেছেন, ‘আমার সাবেক স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে ২০০৫ সালের দিকে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয়। স্বামীর বন্ধুর সম্পর্কের জেরেই বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম,সেখানেই প্রবেশ করেন মামুনুল।আমাদের স্বামী-স্ত্রীর মতানৈক্যের মধ্যে প্রবেশ করে শহীদুল ও আমার মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন মামুনুল এবং তার পরামর্শেই আমাদের বিবাহবিচ্ছেদ ঘটে।’ অন্যদিকে মামলা করতে থানায় আনা-নেওয়া থেকে শুরু করে হাসপাতালে মেডিকেল টেস্ট-প্রক্রিয়ার পুরোটা সময় ঝর্ণা ছিলেন পুলিশ প্রটেকশনে।
Leave a Reply