রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

দিনাজপুর সদরে প্রায় ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের অর্থ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় দেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকে, শান্তিতে থাকে। শেখ হাসিনা আছে বলেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সচেতনতাই করোনা মহামারির সকল ঔষধ। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইকবালুর রহিম বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দিনাজপুরসহ সারা দেশে প্রায় ৯০ লাখ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর অর্থ স্ব স্ব মোবাইলে নগদ অথবা বিকাশ এর মাধ্যমে ইতিমধ্যে প্রদান করা শুরু হয়েছে। এই ভাতার অর্থ নিয়ে কেউ যেন দূর্নীতি করতে না পারে এবং হয়রানির হাত হতে ভাতাভোগীদের রক্ষার জন্য দ্রæত সময়ে ভাতা পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না স্বাধীনতাবিরোধী শক্তি। সকল অপশক্তিকে পিছনে ফেলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলো করোনা সংক্রমণ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশ করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করেছে। আজ মঙ্গলবার জিলা স্কুল মাঠে দিনাজপুর পৌরসভা আয়োজিত অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ-এর অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। একই দিন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ-এর অর্থ বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। এ ছাড়া ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি উচ্চ বিদ্যালয়ে ভিজিএফ-এর অর্থ বিতরন করা হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, দিনাজপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। প্রসঙ্গত, দিনাজপুর সদর উপজেলায় প্রায় ৪০ হাজার পরিবারকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ ও জিআর-এর অর্থ বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com