সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে (৭) সাত বছর বয়সী এক কন্যা শিশুকে শয়ন ঘরে নিয়ে জোরপূবক ধর্ষনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই কন্যা শিশুটিক নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নে। এঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ওই গ্রামের ইমামুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে । এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক মানিক হোসেন জানান, গত ২৬ মে বুধবারে উপজেলার গোয়ালা ইউনিয়নের সামসুদ্দীনের ছেলে ইমামুল হক (৪০) এর ৪ বছর বয়সী বাচ্চার সাথে খেলা করার জন্য প্রতিবেশীর ৭ বছর বয়সী এক কন্যা শিশু তার বাড়ীতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকায় সুযোগ বুঝে ইমামুল হক ওই কন্যা শিশুকে তার নিজ শয়ন ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর ফেলে জোরপুবক ধর্ষণ করে। এসময় ওই কন্যা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে বিছানায় ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। যৌন নির্যাতনের শিকার ওই কন্যা শশু পরে নিজ বাড়ীতে ফিরে এসে তার পরিবারের লোকজনের নিকট ঘটনা প্রকাশ করে। বিষয়টি নিয়ে গত ৩১ মে সোমবার ওই কন্যা শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭/৭৩, তারিখ ৩১ মে ২০২১। ধারা ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ।এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর প্রক্রিয়া অব্যহত রয়েছে।
Leave a Reply