বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বগুড়ায় স্কুল ছাত্র সাব্বির হত্যা মামলা গ্রেফতার-৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৯০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র সাব্বির আহমেদ (১৪) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। প্রথমে গ্রেফতার হওয়া আসামি আব্দুস সালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রোববার (২৭ জুন) দুপুর সাড়ে ৪টায় দিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুন) ১১টার দিকে শাজাহানপুরের খরণা ইউনিয়নের জগন্নাথপুর এলাকার রাস্তার পার্শ্বে ডোবা থেকে স্কুল ছাত্র/ইজিবাকি চালক সাব্বিরের মরদেহ উদ্ধার করে শাজাহানপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাহালুর দক্ষিণ জামগ্রাম বাটপারপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুস সালাম (৩০) ও তার ছোট ভাই আব্দুস সোবহান (২৩) এবং একই উপজেলার জামগ্রাম সাতারপাড়া গ্রামের মোস্তাাফিজার রহমানের ছেলে আমিনুর রহমান। হত্যার ঘটনায় পুলিশ জানান, শুক্রবার (২৫ জুন) শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পর প্রথমে আব্দুস সালামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সালাম তার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে অন্য দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাব। ছিনতাই করা ইজিবাইকটি জব্দ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আব্দুস সালাম জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী, (২২ জুন) মঙ্গলবার সন্ধ্যার আগে কাহালুর জামগ্রাম থেকে শাজাহানপুরের আতাইলে যাওয়ার কথা বলে ৫০০ টাকায় সাব্বিরের ইজিবাইক ভাড়া করেন তারা। একপর্যায়ে শাজাহানপুরের জগন্নাথপুর এলাকায় সাব্বিরকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে রাস্তার পার্শ্বে ডোবায় ফেলে দেন তারা। এরপর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই করা ইজিবাইকটি জব্দ করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ হত্যাকান্ডের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com