বজ্রকথা ডেক্স।- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, লকডাউনে অসচ্ছল ও কর্মহীন লোকদের জন্য সরকার ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
করোনাভাইরাস (কভিড-১৯) নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ বা লকডাউনের সময় ৬৪ জেলার দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিতে সরকার ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে । শর্তানুযায়ী জেলা প্রশাসকরা বরাদ্দকৃত টাকা ইউনিয়নওয়ারি বন্ঠন করে দবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা,হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি প্রদান করবেন।
Leave a Reply