নবাবগঞ্জ প্রতিনিধি।- নবাবগঞ্জে অবশেষে ঘটনার ৩ দিন পর সামাজিক বন বিভাগ দিনাজপুরের চরকাই রেঞ্জের আওতায় নবাবগঞ্জ উপজেলার হরিপুর বিটের বিট কর্মকর্তা মো. শামসুল ইসলাম বাদী হয়ে রবিবার নবাবগঞ্জ থানায় সরকারী রাস্তার গাছ চুরির অপরাধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় উপজলোর গোলাপগঞ্জ ইউনয়িনরে বর্তমান ইউপি সদস্য ও হরপিুর খলশিাগাড়ী গ্রামরে মৃত ওমর হোসনেরে ছলে মো. খালেদ যোবায়ের (ইউপি সদস্য) (৩২) সহ ২ জনক অভিযুক্ত করা হয়ছে।মামলায় গাছ কর্তনকৃত শিশু কাঠ ২৩.২৬ ঘন ফুট দখোনো হয়ছে যার মূল্য ধরা হয়ছে ২৩ হাজার ২৬০ টাকা। আর গাছ কর্তনের ফলে পরিবেশ জনিত আনুমানিক ক্ষতির পরিমান দেখানো হয়ছে (৫০ হাজার টাকা।
উল্লখ্য, শুক্রবার সকাল ৭টার সময় মামলায় অভিযুক্তরা হরিপুর বিটের হরিপুর-পাদুমপুর অখে ৭ কিঃ মিটার সংযোগ সড়ক বাগানের ১টি শিশুগাছ হরিপুর কাইদারঘোনা গ্রামের ১টি করাতকলের সামনে থেকে উপরোক্ত পরিমান কাঠ জব্দ করে বিট কর্মকর্তা শামসুল ইসলাম। ঘটনার ৩ দিনপর তিনি ওই ঘটনায় থানায় মামলা দায়ের করনে। তিনি মামলায় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক থানায় এজাহার দায়ের উল্লেখ করলেও বিলম্বের কোন কারণ উল্লেখ করেন নাই। এজাহার দায়ের বিলম্বের কারন জানতে চাইলে বিট কর্মকর্তা শামসুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন গ্রহন না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply