মোঃ আশরাফুল আলম, দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পাচার কালে একটি মটর সাইকেল ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেল সাড়ে পাচঁটার দিকে পৌর শহরের রেল গেট নামক এলাকা থেকে মাদক পাচার কালে হাসানুজ্জামান হাসান (৩৫) ও আমিনুর ইসলাম (৩৪) নামে দুজনকে আটক করে পুলিশ।
আটক মোঃ হাসানুজ্জামান হাসান (৩৫) হাকিমপুর উপজেলার মহেড়া পাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেন এর ছেলে এবং মোঃ আমিনুর ইসলাম (৩৪) একই গ্রামের মোঃ আলম খন্দকারের ছেলে।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রেল গেট এলাকা দিয়ে অভিনব কায়দায় মটর সাইকেলের ছিটের নিচে মাদক পাচার কালে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল ও একটি লাল-কালো রংঙ্গের মটর সাইকেলসহ দুইজন কে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply