শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২০৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবকাঠামো এবং সংস্কারকল্পে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই অনুদান প্রতিষ্ঠানগুলিকে আরো সমৃদ্ধ করবে। ধর্ম উপলব্ধির বিষয়। ধর্মকে যারা ধারণ করে, যারা প্রকৃত অর্থে ধর্মপ্রাণ তারা কখনও ধর্মকে নিয়ে ব্যবসা করে না, ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না। যারা কেবল মাত্র মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে প্রতারণার জন্য ধর্মকে ব্যবহার করে তারা প্রকৃত অর্থে ভন্ড। কাজেই আজকে আমাদের বিভাজন করতে হবে কে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ এবং কে ধর্মান্ধ। কারণ ধর্মান্ধদের মধ্যে কোন মানবতা থাকেনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে এই ধর্মান্ধদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

১৮ জুলাই ২০২১ রোববার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ১০৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৩ লাখ টাকার চেক বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com