কটিয়াদী,(কিশোরগঞ্জ) থেকে সবুল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদী র্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবাসহ মো. স্বাধীন (২৮) ও মো. রফিক (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২০ জুলাই) বিকালে কটিয়াদী উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. স্বাধীন জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর চেঙ্গাহাটির মো. মোস্তফার ছেলে এবং মো. রফিক কটিয়াদী উপজেলার লাংটিয়া গ্রামের মৃত ইনুছ আলীর ছেলে। র্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. স্বাধীন ও মো. রফিক উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব ১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কটিয়াদী উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী মো. স্বাধীন ও মো. রফিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply