সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্থানীয় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে (৩০ অক্টোবর হতে ০৫ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply