রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

পীরগঞ্জে কৃষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৩ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উচ্চ ফলনশীল তৈলবীজ এবং মসলা জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের দক্ষতা উন্নয়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও ইউজিডিপি এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগীতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্তে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যার আখতারুল ইসলাম, কোর্স সমন্বয়কারী ও উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাবাসসুম ও লায়লা আরজুমান বেগম ও জাইকা অফিসার জসিম উদ্দীন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার রজেন্দ্র নাথ রায় বলেন, মসলা ঘাটতি পূরণে উপজেলার প্রায় ২ শত কৃষকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষন দেওয়া হবে। যেমন মসলা জাতীয় ফসল সূর্যমুখী, সরিষা, আদার রসুন, পেঁয়াজ, ধনিয়া চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com