শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত

গঙ্গাচড়ায় গৃহবধুকে নির্যাতন স্বামী ও শাশুড়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১০৭ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ ।-রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে মরিয়ম বেগম (২১) নামে এক গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই রাতেই মরিয়মের বাবা মমিনুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। শনিবার (৭ এপ্রিল বিকেলে) উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের দিনমজুর মমিনুর রহমানের মেয়ে মরিয়ম বেগমের (২১) সঙ্গে আড়াই বছর আগে বিয়ে হয় একই এলাকার ইমান আলীর (৩০)। বিয়ের মাস ছয়েক পর স্ত্রীর নিকট দুই লাখ টাকা যৌতুক দাবি করেন ইমান আলী। টাকা না দেওয়ায় মরিয়মের ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
মাস তিনেক আগে একই দাবিতে শারীরিক নির্যাতনের পর মরিয়মকে টাকা আনার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেন তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি। বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত গড়ালে চেয়ারম্যানের মধ্যস্থতায় মরিয়মকে নিয়ে আসেন তাঁর স্বামী। এর কিছুদিন পর ইমান আলী ঢাকায় যান। কিন্তু স্ত্রীর খোঁজ রাখেননি।
মরিয়মের অভিযোগ, স্বামী ঢাকায় চলে যাওয়ার পর থেকে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন দেবর, শ্বশুর ও শাশুড়ি। গত ১৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে তাঁর মাথার চুল কেটে দেন তাঁরা। এ অবস্থায় কোলের ছয় মাস বয়সী শিশুসন্তান নিয়ে মরিয়ম দুর্বিষহ জীবন যাপন করতে থাকেন।
ঈদের আগে তার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসেন। শনিবার সকালে পুনরায় ওই যৌতুকের টাকা আনার জন্য মরিয়মকে চাপ দেন । এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে স্বামী, দেবর, শ্বশুর-শাশুড়ি মিলে তাকে মারপীট করে ঘরে আটকে রাখেন। এ ঘটনা স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় মরিয়মের স্বামী ইমান আলী ও শাশুড়ি রিনু বেগমকে আটক করে পুলিশ। পরে মরিয়মের বাবা মমিনুর রহমান বাদী হয়ে তাঁর জামাইসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ আলী বলেন, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এঘটনায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com