নিজস্ব প্রতিবেদক।- মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি ও এসএম ইয়াসীরকে সাধারণ সম্পাদক মনোনীত করে রংপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তাদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
এসসময় সহ-সভাপতি হিসেবে লোকমান হোসেন ও জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সঞ্চালনা করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।
এরআগে বিকেল ৩টা থেকে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।
Leave a Reply