বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি পীরগঞ্জ পৌরসভায় ১৪মে টিসিবির পণ্য বিতরণ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি রংপুরে স্থানীয় যুবকদের নিয়ে দুর্যোগ প্রশমন বিষয়ক কর্মশালা 

এরশাদের জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬২ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-জাতীয় পার্টির রংপুর বিভাগের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেছেন, জাতীয় পাটি সংঘাত পছন্দ করে না। এটি সাধারণ জনগণের দল। দেশ যখনই বিপদে পড়ছে জাতীয় পাটি তখনই হাল ধরছে। এরশাদের জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না। বর্তমানে রাজনীতিতে তীব্র সংকট দেখা যাচ্ছে। এই সংকটময় সময়ে জাতীয় পাটির সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।
রোববার (১ জানুয়ারি) গাইবান্ধা জেলা জাতীয় পাটির আয়োজনে পাটির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, জিয়া হত্যার পর সংঘাতে রক্তপাত হওয়ার সম্ভবনা দেখেই জাতীয় পাটির চেয়ারম্যান এরশাদ দেশের হাল ধরছেন। জাতীয় পাটি প্রথম ক্ষমতায় এসেই জিয়া হত্যার বিচার শুরু করে। বিএনপি জিয়া হত্যার বিচার করতে পারেনি।। জাতীয় পাটি ক্ষমতা থাকায় অবস্থায় দেশের একজন মানুষও নির্বিচারে হত্যা হয়নি।
তিনি আরও বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধার-৫ আসনের উপনির্বাচন হচ্ছে সরকারের জন্য এসিড টেস্ট। আপনারা জানেন গত ২৭ তারিখের রংপুর সিটি করপোশনের নির্বাচনে জাতীয় পাটির প্রার্থী নৌকা চেয়ে লক্ষাধিক ভোটে জয় লাভ করছেন। জাতীয় পাটির সাথে দেশের জনগণ আছে। আগামী দিনে ভোট ও ভাতের অধিকার আদায়ে সাধরণ জনগনকে সঙ্গে নিয়ে যেকোন আন্দোলন করার জন্য প্রস্তুত আছে।গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কমিটির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুর রশিদ ডাবলু, গোবিন্দগঞ্জ উপজেলা জাপা সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমান, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, জাপা নেতা পৌর কাউন্সিলর রকিবুল হক সুমন, মাহমুদুর রহমান মুকুল, নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ।
এর আগে, জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com