বজ্রকথা প্রতিনিধি।– মালয়েশিয়ায় চাকুরী করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন পীরগঞ্জের দুই যুবক।এই দুই যুবক হলেন ,উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর পলিপাড়া গ্রামের মোঃ মোকাব্বর হোসেন এর পুত্র মোঃ মাসুদ মিয়া (১৮) ও মোঃ জুলহাসান এর পুত্র মোঃ শরিফ মিয়া ( ২৮)
অভিযোগ সুত্রে জানা গেছে, একই গ্রামের মোঃ লুৎফর রহমানের পুত্র মোঃ মাহাবুর রহমান (৩০) সম্পর্কে চাচাতো ভাই মালয়েশিয়ায় ভালো কোম্পানীতে মাসিক ১৫শ রিংগিত বেতনে স্থায়ী কাজের ব্যবস্থা করবেন মর্মে ওই দুই যুবককে লোভ দেখিয়ে জনপ্রতি ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা নিয়ে তাদেরকে মালয়েশিয়ায় পাঠায়। পরে নানা অজুহাতে ওই যুবকের অভিভাবকদের নিকট থেকে আবার ১ লাখ টাকা গ্রহন করেন।
বর্তমানে ওই দুই যুবক সেখানে এক দালালের জিম্মায় ৬ মাস যাবৎ বেকার বসে আছেন। খেয়ে না খেয়ে তারা দিন পার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাসুদ মিয়া ও শরিফ মিয়ার পরিবার বজ্রকথাকে জানিয়েছেন, সেখানে তাদের সন্তানদের উপর শারীরিক মানসিক নির্যাতন চলছে।
ভুক্তভুগী পরিবার বলেছেন, কাজের দরকার নাই প্রতারক মাহাবুরকে দেওয়া টাকা এবং সন্তানদের ফেরত দিক।
এদিকে এই বিষয়ে প্রবাসী মাসুদ মিয়ার পিতা মোঃ মোকাব্বর হোসেন পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও কোন লাভ হয়নি, দেওয়া টাকা দুরের কথা প্রবাসে জিম্মি মাসুদ ও শরিফকে ফেরত আনার কোন উদ্যোগ নিচ্ছে না মানব ব্যবসার সাথে জড়িত মাহবুর রহমান।
এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন, মানব ব্যবসায় জড়িত মাহাবুর ওই যুবক ছাড়াও মালয়েশিয়ায় কাজ দেবার কথা বলে অনেকের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করেন পর্যবেক্ষক মহল।(চলবে )
Leave a Reply