বজ্রকথা প্রতিনিধি।– ২ ডিসেম্বর/২৩ খ্রি: শনিবার বিকেলে ডিএসসি হলে এফসাকল এর সম্প্রীতির উঠোন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতির উঠোন কমিটির সভাপতি বাবু তরনী কান্ত মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সম্পাদক বাবু বিনয় চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন এফসাকল এর জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা, কবি আব্দুজ জলিল, অফিস সম্পাদক তৌহিদ মারজু।
সভায় আসন্ন ২০২৪ সালে এফসাকল এর গুণীজন সংবর্ধনা ও কবি সমাবেশকে সামনে রেখে বক্তব্য রাখেন, সম্প্রীতির উঠোন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু রমেন চন্দ্র পাল, সদস্য সুবার চন্দ্র সরকার, গোলাম রব্বানী তালুকদার, সংঘরুম ভিক্ষু, বাবলু তির্কী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, শ্রী গোপাল চন্দ্র, জাদিুল ইসলাম খান, পীরগঞ্জ সংগীত বিদ্যালয়ের সাধারন সম্পাদক খুরশিদ আলম, মোঃ শিপন মিয়া প্রমুখ।
Leave a Reply