শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

পীরগঞ্জের চতরায় গৃহবধু ধর্ষণের শিকার আটক-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ১ সন্তানের জননীকে ধর্ষণের অ‌ভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করে‌ আদালতের মাধ‌্যমে হাজতে পা‌ঠিয়েছে পু‌লিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার চতরা ইউ‌নিয়নের বদনাপাড়া গ্রামের জনৈক ছায়েদুল (ছদ্মনাম) এর স্ত্রী  বিল‌কিস বেগমকে (ছদ্মনাম) তার স্বামীর অনুপ‌স্থিতির সুযোগে গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে একই গ্রামের মমতাজ আলী মন্ডলের ছেলে জা‌কিরুলের সহযো‌গিতায় উক্ত গ্রামের মৃত. ব‌দিউজ্জানের ছেলে ব‌রিদুল ইসলাম জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার দিলে সহযো‌গি জা‌কিরুল সটকে প‌ড়লেও আশপাশের লোকজন এসে ব‌রিদুলকে আটকে রাখে। পরে পু‌লিশ গিয়ে ভিক‌টিমসহ আটকৃতকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬ তা‌রিখ-৪/১২/২০২৩ইং।
এ ব‌্যাপারে পীরগঞ্জ থানার ও‌সি অপারেশন গোলাম মোস্তফা জানান, এই ঘটনায় ২ জনকে আসামী করে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতের মাধ‌্যমে হাজতে পাঠানো হয়েছে। ভিক‌টিমকে প‌রিক্ষার জন‌্য ভিক‌টিম সাপোর্ট সেন্টারে পাঠা‌নো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com