ছাদেকুল ইসলাম রুবেল।- মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য গাইবান্ধা জেলার মধ্যে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তার পুরুস্কার পেলেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাওসার মিশু। তিনি বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৩ উপলক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ম্মারক হিসেবে তিনি মঙ্গলবার(৫ ডিসেম্বর ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহতার হাত থেকে এ পুরুস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আশরাফুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গাইবান্ধা কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার পার্থ কোমল কুন্ডু প্রমুখ।
Leave a Reply