রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- আমরা কারা শান্তির পায়রা, খেলাঘর চায় কি, শিক্ষা শান্তি স্লোগানে রংপুরের ঐহিত্যবাহি সংগঠন প্রতিধ্বনি খেলাঘর আসরের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল রংপুর নগরীর রবাটসনগঞ্জে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা হয়। পরে সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রংপুরের বিশিষ্ট রাজনীতিবীদ, সংগঠক সামসুজ্জামান সামু ও সংগঠনের পতাকা উত্তোলন করেন আহবায়ক সোহেল মাহমুদ মিথুন। পরে সংগঠনের প্রয়াত সদস্য জিন্নাহ, কামাল, আসলাম ও লিটনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সকাল ১১টায় ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও মনোমুগ্ধকর সাজে সজ্জিত সংগঠনের প্রতিষ্ঠা কালীন সদস্য, বর্তমান সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণ এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর রবাটসনগঞ্জ থেকে শুরু হয়ে ঠিকাদারপাড়া, শাপলা চত্বর, জাহাজ কোম্পানী, লায়ন্স মোড় হয়ে গুপ্তপাড়া, ঘোড়াপীর মাজার হয়ে পূনরায় রবাটসনগঞ্জে গিয়ে শেষ হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে মধ্যাহ্ন ভোজ, চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল আলম, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাদা আরমান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শামীমা আক্তার শিখা, ব্যবসায়ী ও সমাজসেবক রেঞ্জু আরা বেগম, সংগঠনের আহবায়ক সোহেল মাহমুদ মিথুনসহ সংগঠনের সদস্যবৃন্দ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply