বুধবার, ০৭ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ   বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন  স্বৈরাচার শেখ হাসিনা সরকার কখনো তিস্তা নিয়ে ভাবেনি-দুলু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য প্রাইম ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সম্পাদকের জন্মদিন পালন

রংপুর নগরীর কামারের মোড় হইতে মীরগঞ্জ বাজার সড়কের বেহাল দশা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের চকবাজার কামারের মোড় হইতে ৩২ নং ওয়ার্ডগামি নগর মীরগঞ্জ পর্যন্ত সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের চালকসহ যাত্রী-পথচারীরা। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।  পথচারীদের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য সিটি মেয়রের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখাগেছে, রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের চকবাজার কামারের মোড় হইতে ৩২ নং ওয়ার্ডগামি নগর মীরগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে খানা-খন্দ সৃষ্টি হয়েছে। অথচ এই সড়কটি সংস্কারের কোন উদ্যাগ নেই।
স্থানীয়রা জানায়, দুই কিলোমিটার এই সড়কটি ৩২, ৩৩ ও ২৮ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে নগর মীরগঞ্জ, খোর্দ্দ তামপাট, শরেয়ারতল, চিনিয়াপাড়া, সর্দারপাড়া, জিয়াতপুকুর, বড় রংপুর, কাইদাহারা, আরাজী তামপাট, জোড়জুম্মা, মুদিখানা, রঘু, মেকুড়া, বকচি, হোসেন নগর, মিঠাপুকুরের পায়রাবন্দ, ভাংনী, পীরগাছার পারুলসহ আশে-পাশের প্রায় ২০-২৫টি গ্রামের মানুষজন লালবাগ, মর্ডাণ মোড়, চকবাজারসহ রংপুর নগরীতে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ-গর্তে ভরপুর সড়কটি। এতে পথচারিদের দুর্ভোগ বেড়েছে। বর্তমানে চলাচল অনুপযোগী এ সড়কের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহন। ঘটছে দুর্ঘটনাও।
নগর মীরগঞ্জ এলাকার অটো চালক সামসুল ইসলাম, শহিদুল হক, শফিকুল ইসলাম ও কামারের মোড় এলাকার মজিবর রহমান সহ কয়েকজন জানান, সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ আর গর্তের কারণে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে তাদের। তাদের অনেকের গাড়ি প্রায় নষ্ট হয়। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এরকম সড়ক থাকে কি করে বলে তারা প্রশ্ন রাখেন!
পথচারি একরামুল হক, রফিকুল ইসলাম মুন্সি ও আসাদুল হক জানান, ৫ মিনিটের এই বেহাল সড়ক পার হতে বহু সময় ব্যয় হয়। সড়ক খারাপ হওয়ার কারণে যানবাহনের চালকেরাও যেতে অনীহা প্রকাশ করেন।রাতের বেলায় যানবাহন পাওয়া যায় না।
৩২ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সোহেল বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার বিষয়ে সিটি মেয়রসহ সংশ্লিষ্ট্রদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
স্থানীয় পথচারি ও এলাকাবাসীসহ অনেকেই সড়কটি দ্রুত সংস্কার করার বিষয়ে সিটি মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com