বুধবার, ০৭ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ   বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন  স্বৈরাচার শেখ হাসিনা সরকার কখনো তিস্তা নিয়ে ভাবেনি-দুলু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য প্রাইম ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সম্পাদকের জন্মদিন পালন

দিনাজপুর রোটারী ক্লাবের যৌথ বোর্ড সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি।- দিনাজপুর রোটারী ক্লাবের নবাগত প্রেসিডেন্ট (২০২৪-২০২৫) রোটারিয়ান এ.টি.এম নুরনবী সরকার বলেছেন, রোটারী ইন্টারন্যাশনাল সারাবিশ্বে সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

গরিব-দুঃখি ও অসহায় মানুষের পাশে এবং দেশের সকল শিশুদের পোলিও টিকা রোধকল্পে সারাবিশ্বে রোটারী ক্লাব কাজ করছে। আমি আজ হতে আগামী ১ বছরের জন্য দিনাজপুর রোটারী ক্লাবের দায়িত্ব গ্রহণ করলাম। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি আগামী ১ বছর কাজ করে যেতে চাই।
৩০ জুন-২০২৪ রবিবার দিনাজপুর শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টারে দিনাজপুর রোটারী ক্লাবের দীর্ঘদিনের রীতি অনুযায়ী ২০২৪-২০২৫ রোটাবর্ষের যৌথ বোর্ড সভা ও প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠানে তিনি নবাগত সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রোটারী ক্লাবের রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান শাহ্ মোঃ মমিনুল ইসলামসহ সকল রোটারিয়ানবৃন্দ। দ্বিতীয় পর্বে ক্লাবের যৌথ বোর্ড সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ২০২৩-২০২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ খাদিজা নাহিদ ইভা। এরপর বিদায়ী প্রেসিডেন্ট নবাগত প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কলার পড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেন। অপরদিকে দিনাজপুর রোটারী ক্লাবের নবাগত ক্লাব সেক্রেটারী রোটারিয়ান হুসনাউল আসমা এ্যাডভোকেটকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফুর রহমান আরিফ। এরপর ক্লাবের যৌথ বোর্ড সভায় আগামী ১ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এম মমিনুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরী, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার রোটারিয়ান নুরশেদ আহমেদ ভূইয়া প্রমুখ। ২০২৪-২০২৫ রোটাবর্ষের দিনাজপুর রোটারী ক্লাবের বোর্ড সদস্যরা হলেন প্রেসিডেন্ট রোটারিয়ান এ.টি.এম নুরনবী সরকার, আইপিপি রোটারিয়ান ড. খাদিজা নাহিদ ইভা, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ শহিদুর রহমান পাটোয়ারী মোহন (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট (১) রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট (২) রোটারিয়ান নুরশেদ আহমেদ ভূইয়া, সেক্রেটারী রোটারিয়ান হুসনাউল আসমা এ্যাডভোকেট, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান মোঃ আক্কাস আলী, ট্রেজারার রোটারিয়ান মনোয়ারুল হক মার্শাল (পিএইচএফ), ক্লাব ট্রেইনর রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ (এমপিএইচএফ), বুলেটিন এডিটর রোটারিয়ান ডাঃ আইএমএফ শহিদুল ইসলাম খান (এমপিএইচএফ), ক্লাব পিএসসিসি রোটারিয়ান মোঃ শহিদুর রহমান পাটোয়ারী মোহন (পিএইচএফ), চীফ সার্জেন্ট এট আমস্ রোটারিয়ান দিলরুবা চৌধুরী (আরএফএসএন), সার্জেন্ট এট আমস্ রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম। ডিরেক্টর যথাক্রমে- ক্লাব এডমিন রোটারিয়ান পিপি মনোয়ারুল হক মার্শাল (পিএইচএফ), মেম্বারশিপ রোটারিয়ান পিপি মঞ্জুরুল হক মঞ্জুর, পাবলিক রিলেশন রোটারিয়ান পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল (পিএইচএফ), সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান পিপি মমিনুল ইসলাম, (আরএফএসএম) ও টিআরএফ রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com