বজ্রকথা প্রতিনিধি।–৩জুলাই/২৪খ্রি: বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পোস্ট অফিসের পোস্টাল অপারেটর নিশি রঞ্জন অধিকারী অবসর গ্রহন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এদিন পীরগঞ্জ উপজেলার পোস্ট অফিস এবং সাব-পোস্ট অফিসে কর্মরত পোস্ট মাস্টার পোস্টম্যানগণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
নিশি রঞ্জন অধিকারীর অবসর গ্রহন জনিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পোস্ট মাস্টার মোঃ আশরাফুজ্জামন আলাল।
সাংবাদিক সরওয়ার জাহান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ আবদুল্লাহেল বাকী বাবলু, পীরগঞ্জ পৌর সভার কাউন্সিলর ও পীরগঞ্জ বনিক সমিতির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, শানেরহাট সাব পোষ্ট মাস্টার মোঃ আব্দুল হাকিম, বড় আলমপুরের পোস্ট মাস্টার মোঃ নায়েবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন , সাংবাদিক মিলন মিয়া সহ প্রায় শতাদীক ব্যক্তি এই বদায় অনুষ্টানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাবু নিশি রঞ্জন অধিকারী গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ীর উপজেলার বাসিন্দা । তিনি ১৯৮৩ সালে পোষ্টম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পোস্টাল অপারেটর হিসেবে ১ জুলাই অবসরগ্রহন করেন। নিশি রঞ্জন অধিকারী রংপুরের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘ সময় সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ডাক বিভাগের একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সবার কাছে পরিচিত।
Leave a Reply