বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

১২ দফা দাবী অতপর ….

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯ বার পঠিত

১২ দফা দাবী অতপর ….

লেখক-মোঃ মুশফিকুর রহমান তুহিন 

৫ আগস্ট পরবর্তী সময়ে সেপ্টেম্বরের শুরুতে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য অনলাইনে ১৯৪০ জন শিক্ষার্থীর ভোটের ভিত্তিতে ১৩ দফা দাবি নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন ভিসি প্রফেসর আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের জানান গ্রেডিং সিস্টেম পরিবর্তনের দাবি ব্যাতিত ১২ দফা দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে। উনার এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরে যায়।

কিন্তু আজকে ৮ মাস অতিবাহিত হলেও উক্ত ১২ দফা দাবির মধ্যে অধিকাংশ দাবি পূরণে কোনো দৃশ্যমান উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেখা যায় নি। এমতাবস্থায় ভিসি আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন বলেই প্রতীয়মান হয়।
উক্ত দাবিগুলোর মধ্যে একটি বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলো ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে মিড টার্মের ক্ষেত্রে পার কোর্সে ২০০০ টাকা ও ফাইনালে ৩০০০ টাকা দিতে হবে। কিন্তু বর্তমানে সেই ফি ৪৫০০ টাকা করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এছাড়াও প্রশ্নের দৈর্ঘ্য আগের মতোই রেখে পরীক্ষার সময় ১৫ মিনিট কমিয়ে দেয়া, এক্সাম হলে কোর্স টিচারকে প্রবেশ করতে না দেয়া সহ বিভিন্নভাবে উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীদের মিড টার্ম এক্সামের রেজাল্ট খারাপ করানোর অভিযোগ রয়েছে, যেন শিক্ষার্থীরা পুণরায় ৪৫০০ টাকা করে প্রতি কোর্সে দিয়ে ইম্প্রুভমেন্ট এক্সাম দেয়।
মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে টাকা ছাড়া মেকাপ এক্সাম দেয়ার বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেটি মানতেও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনীহা প্রকাশ করা হয়, টাকা দিয়ে ইম্প্রুভমেন্ট এক্সাম দেয়ার জন্য বলা হয়। এমনকি শিক্ষার্থীরা কোর্স উইথড্র দিতে চাইলেও সেটি দিতে দেয়া হয় নি ইম্প্রুভমেন্ট এক্সাম দেয়ার কথা বলে। বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরেও একজন শিক্ষার্থীর সাথে সিএসই ডিপার্টমেন্ট হেড প্রফেসর নুরুল হুদার অমানবিক ব্যবহারের কথা আপনারা সকলেই জানেন। এমন হেন ইম্প্রুভমেন্ট ব্যবসায় শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়।
এর প্রেক্ষিতে পূর্বের আশ্বাস দেয়া সকল দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন ও ব্যর্থতার দায়ে সিএসই ডিপার্টমেন্ট হেড প্রফেসর নুরুল হুদা ও ভিসি প্রফেসর আবুল কাশেম মিয়ার পদত্যাগের দাবিতে গতকাল ২৬ এপ্রিল সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বয়কট করে পুণরায় আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দুপুর ২ টার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আহ্বান জানালেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে সে বিষয়ে সাড়া পাওয়া যায় নি। তাই দুপুর ৩ টা থেকে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি ঘোষণা করে। রাত ১০ টার দিকে ভিসি পদত্যাগ করলে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে দেয়া পোস্টের মাধ্যমে জানা যায় শিক্ষার্থীরা ২ জনের পদত্যাগের দাবি জানালেও এই ২ জন সহ আশ্চর্যজনকভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট হেড ও ইন্সটিটিউট ডিরেক্টর সহ মোট ১২ জন তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে ভিসির সাথে পদত্যাগ করেন (উনারা শুধু প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে যাবেন)। উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট তৈরি করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরির লক্ষ্যে এমনটি করা হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও ভিসির পদত্যাগ পত্রে নিজের দায় স্বীকার না করে, সব দায় শিক্ষার্থীদের উপর চাপানো হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পুণরায় উত্তাল হয়ে উঠে। রাতে দফার দফায় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হলেও কোনো সমাধান আসে নি। রাত ৪.৩০ ঘটিকার সময় ভিসি ও বিশ্ববিদ্যালয়ের বাকি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন।
ভিসি ও সিএসই ডিপার্টমেন্ট হেড ব্যাতিত বাকি ৯ জন শিক্ষক যারা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন উনাদেরকে নিজেদের পদত্যাগপত্র উইথড্র করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দ্রুত নতুন ভিসি নিয়োগ, পূর্বে আশ্বাস দেয়া ১২ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন, ইম্প্রুভমেন্ট ফি কমানো সহ বিভিন্ন দাবিতে আজও (২৭ এপ্রিল) শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com