বজ্রকথা প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জ উপজেলা কৃষি প্রধান এলাকা। এই উপজেলায় ধান পাট, গোলআলু, আখসহ সকল প্রকার তরিতরকারী আবাদ হয়ে থাকে।
এখানকার কৃষকরা প্রতিবছর ভালো দাম পায় বলে কিছু কিছু কৃষি পণ্যের উৎপাদনে গুরুত্ব আরোপ করেন চাষিরা। যার মধ্যে রয়েছে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এর পাশা পাশি বেগুন, পটল, শষা,লাউ কুমরা, মিষ্টি কদুও বিভিন্ন প্রকাশ শাক সবজিও রয়েছে।
চলতি বছর অন্যান্য ফসলের সন্তোষজনক দাম পেলেও এবার কাঁচা মরিচ এর দাম নিয়ে কৃষকরা ক্ষুব্ধ।
হাট বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রী হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে কিন্তু পাইকারী পর্যায়ে প্রতি মন কাঁচা মরিচ বিক্রী হচ্ছে ৬শ থেকে ৮শ টাকায়।
বর্ষার শুরুতে প্রতি মনের দাম হাজার টাকা উঠলেও এখন ৬শ থেকে ৮শ টাকার মধ্যে রয়েছে।
২৮ জুন/২৫ খ্রি: শনিবার উপজেলার বাহাদুরপুর গ্রামে গিয়ে কৃষকদের সাথে কথা হলে তারা জানান “ এবার কাঁচা মরিচ আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বাহাদুরপুর গ্রামের মরিচ চাষি ভুট্টু চন্দ্র বর্মন, পরিমল চন্দ্র বর্মন, কিশোর কুমার বর্মন বজ্রকথাকে জানিয়েছেন, এক কেজি মরিচ ক্ষেত থেকে তুলতে খরচ হচ্ছে ৭ টাকা, এর সাথে চাষবাস, নিরানী, কিটনাষক মিলে অনেক ব্যয় হয়েছে। বর্তমানে হাটে মরিচের পাইকারী দাম প্রতিমন চলছে ৬শ থেকে ৮শ টাকা। তাতে প্রতি কেজি মরিচের দাম পড়ে ১৫ থেকে ২০ টাকা।
ভুট্টু বলেছেন, প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারী পর্যায়ে কম করে হলেও ৪০ থেকে ৫০ টাকা থাকতে হবে। এই দাম না পেলে মরিচ চাষিদের পথে বসতে হবে।
Leave a Reply