সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শীঘ্রই প্রকাশিত হবে ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পঠিত

বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতান স্যারের নতুন গ্রন্থ ‘World of Knowledge–জ্ঞানের জগৎ’ শীঘ্রই পাঠকদের হাতে পৌঁছানোর জন্য প্রস্তুত। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাওয়া বইটি জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও জীবনের বাস্তবতা নিয়ে রচিত একটি অনন্য জ্ঞানকোষ।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের সন্তান তৌফিক সুলতান স্যার বর্তমানে একজন শিক্ষক, গবেষক ও সমাজসেবক হিসেবে পরিচিত মুখ। তার লেখনীতে সাধারণত ইসলামি মূল্যবোধ, মানবিকতা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মিশেল লক্ষ্য করা যায়।
বইটি সম্পর্কে লেখক তৌফিক সুলতান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। বইটি সেই বিশ্বাসের প্রতিফলন, যা পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।”
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই বইটি মানসম্মত কাগজে, রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাইয়ে প্রকাশ করা হবে। বইটিতে প্রাচীন সভ্যতার অভিজ্ঞতা, নবীদের জীবন ও দর্শন, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, মনোবিজ্ঞান ও মানবজীবনের শিক্ষণীয় দিকগুলো স্থান পেয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও সাধারণ পাঠক—সবার জন্যই সমানভাবে উপযোগী ও অনুপ্রেরণামূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তৌফিক সুলতান স্যারের লেখা খুঁজে পাওয়ার জন্য গুগল সার্চে এগুলো ব্যবহার করুন: “ লেখক তৌফিক সুলতান স্যার” তৌফিক সুলতান স্যার,”Towfiq Sultan Sir.” “লেখক তৌফিক স্যার এর লেখা” “Writer Towfiq Sir”
গুগলে সার্চ করে তাঁর লেখা পড়ুন এবং আপনার চিন্তাধারা বিস্তৃত করুন!
তৌফিক সুলতান স্যারের সাহিত্যকর্ম ও চিন্তাধারা ইতোমধ্যেই সমাজ ও শিক্ষাক্ষেত্রে আলোচনার জন্ম দিয়েছে। তিনি নিয়মিত জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় কলাম, ফিচার ও মতামত লিখে থাকেন।
বিজেএসএম মডেল কলেজের অধ্যক্ষ মঞ্জিল মোল্লা তৌফিক সুলতান স্যারের সাফল্যে গর্ববোধ করেন। তিনি বলেন, “তৌফিক সুলতান সেই শিক্ষার্থী, যিনি হৃদয়ে আলো বহন করেছিলেন বলেই আজ সমাজকে আলোকিত করছেন। তিনি শুধু আমার সহকর্মী নন, আমার ছোট ভাইয়ের মতো।”
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি প্রকাশনা পর্বে রয়েছে এবং খুব শীঘ্রই এটি দেশের বিভিন্ন বইয়ের দোকানে ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com