বজ্রকথা প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জে সড়ক তৈরীর মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর চলমান কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এখন কার্পেটিং এর কাজেও চলছে জোড়া তালি। দেখা গেছে উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া বটতলা থেকে ৪নং কুমেদপুর ইউনিয়নের কুমেদপুর বাজার হয়ে খালাশপীরগামী সড়কে যে কার্পেটিং চলছে তাতে গোজামিল দিয়ে কাজ শেষ করার চেষ্টা করছেন ঠিকাদার। এলাকাবাসী অভিযোগ তুলেছন, যে ভাবে কাজ করা হচ্ছে তাতে একবছরও ঠিকবে না এই সড়ক। কাপেটিং এর কাজ সরে জমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে সাধারণ মানুষ। বিষয়টি দেখা দরকার ।
Leave a Reply