নিজস্ব প্রতিবেদক।- বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার সকালে পায়রাবন্দ বেগম রোকেয়া গার্স স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন মাইদুল আলম প্রধান শিক্ষক পায়রাবন্দ বেগম রোকেয়া গার্লস স্কুল, উপস্থিত ছিলেন আমরাই পাশে রংপুর প্রতিষ্ঠাতা এডমিন আকাশ খান, রায়হান,মজিদ,সুহা,বৃষ্টি, স্বর্ণালী,আবির,রমিদুল,ইতি,মলি,জাকিয়া, ইয়াসীন, রেদওয়ান, শিহাব সহ অনেকে।
পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম রোকেয়া স্মৃতি তোরণের সংস্কার এবং তার দেহাবশেষ দেষে এনে মাজার করার দাবী জানান।
Leave a Reply