বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত ঘোড়াঘাটের বিএনপি নেতা হযরত আলী মন্ডল আর নেই  পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে

সকল সংকটের অবসান হোক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৭২ বার পঠিত

জীবন আর নদী, নদী আর জীবন ঠিক এক মতন। নদী গতিপথ বদলায়, তেমনি জীবন ও মানচিত্র। জীবনে চলার পথে সংকট নিত্যসাথী। তাই বিগত দিনের মতই নানা সংকটকে সাথে নিয়ে ২০২০সালের বারমাস অতিক্রম করে ৩১ ডিসেম্বর শেষ সূর্যকে বিদায় জানিয়েছি আমরা। আজ ২০২১ সালের প্রথম দিনের প্রথম সূর্যকে বরণ করেছি। কোন রকম জড়তা ছাড়াই বলছি, ২০২০ সালকে আমরা বরণ করে ছিলাম আশা নিয়ে। কিন্তু মার্চ থেকে করোনাভাইরাসের সংকট সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করেছে। মানুষ ছিল ঘরবন্দি। আমরাও ভয় পেয়েছিলাম। যে ভয় আজো তাড়া করে ফিরছে। গত বছর করোনার জাল গোটা বিশ্বকে বন্দি করেছে। বাংলাদেশও সেই করোনার কারনে বন্ধ হয়েছিল গাড়ি,যান,বাহন। স্কুল কলেজ, মাদ্রাসা।গত বছর শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ কর্ম হারিয়েছে। প্রবাসী হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরেছে। সে কারনে কর্মহীন বেকার,অভাবাবী মানুষ পড়ে ছিল খাদ্য সংকটে। শহর বন্দর, হাট বাজার ছিল অনেকটা মানুষ শুন্য। মন্দির মসজিদ উপসনালয়ে যায়নি মানুষ ।পবিত্র মক্কা ও মদীনায় ঝুলেছে তালা। হজ্বব্রতকে সীমিত করা হয়েছে। ঈদগাহে ঈদের নামাজ হয়নি। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া,গরম জল পান করা, লেবু চা খাওয়া, গরমপানির ভাপ গ্রহন,মাস্ক পরা, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার ছাড়াও করোনা থেকে বাঁচতে থানকুনি পাতা, লবঙ্গ, কালজিরা, ঝাড় ফুক, তাবিজ কবজ ব্যবহার করা হয়েছে। এরই মধ্যে কেউ কেউ খাদ্য মজুদ করেছে। বার বার গুজবের পিছনে ছুটেছে মানুষ। লবন নিয়ে হৈ চৈ হয়েছে। পিঁয়াজের কেজি উঠেছিল দু’শ টাকার উপরে। তরিতরকারীর বাজারে আগুন লেগেছিল। ওই বছর ঘন বর্ষণ, বন্যায় দেশ ভেসেছে। নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। মানুষ ছিল চরম সংকটে। অবশ্য সরকার চেষ্টা করেছে সাধারণ মানুষকে সাহায্য করতে। এই সময়ে রোহিঙ্গাদের নিয়ে ভয়েছিল সরকার, কিন্তু সরকার সংকটময় পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। সমাজের অনেক মানুষ খোলা হাতে সহায়তা করেছে। পুলিশ, সেনা, নৌ বাহিনীর সদস্যরা দিন রাত একাকার করে মাঠে ছিল। ডাক্তার ,নার্স সেবা দিয়েছেন এই সংকটের মধ্যেও। এখন পরিস্থিতি অনেকটা সহনশীল পর্যায়ে আছে।কিন্তু অবাধ যোগাযোগ প্রতিষ্ঠা করা যায়নি। প্রতিবেশি দেশ ভারত সব বর্ডার খুলে দেয়নি। অনেক দেশে আবার নতুন করে করেনার আক্রমন শুরু হয়েছে। তার পরেও নববর্ষের শুভেচ্ছা , শুভ কামান জানাচ্ছি আমরা। আমরা আশা করবো ২০২১সালে সকল সংকটের অবসান ঘটবে। আশা করি করোনা বিদায় নেবে এই বছর। বিশ্ব সম্প্রদায় করোনার টিকা নিয়ে উপস্থিত হবে অসহায় দুঃস্থদের পাশে। আশা করি আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়ে উঠবে। সারা দুনিয়ার মানুষ সংকট কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফির আসতে সক্ষম হবে। আল্লাহ আমাদের সহায় হোন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com