আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।- একাত্তরে রণাঙ্গনের বিজয়ী বীরমুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এডভোকেট এটিএম আলমগীর (৭১) হেরে গেলেন মৃত্যুর কাছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম নিজ গ্রামে অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানালেন হাজারো মানুষ।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় গত জুলাই মাসের শেষের দিকে তাঁকে রাজধানীর গ্রীন লাইফ হসপিটালে ভর্তি করা হয়। এর মধ্যেই ব্রেনস্ট্রোক করেন তিনি। ফলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সোমবার রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় চলে যান না ফেরার দেশে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
বাংলাদেশ শিল্প ব্যাংক ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এটিএম আলমগীর মৃত্যুকালে স্ত্রী, অষ্ট্রেলিয়া প্রবাসী ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী রেখে গেছেন। এটিএম আলমগীর ১৯৯১’র জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬’র জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ প্রার্থী বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামের কাছে হেরে যান। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তিনি তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন। এরপর থেকে তিনি আইন পেশায় যুক্ত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী হতে জাতীয় পার্টিতে যোগ দেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত আইনজীবি ছিলেন। একজন বীরমুক্তিযোদ্ধা হিসেবে এটিএম আলমগীরকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মনোহরগঞ্জ উপজেলার ঝলমের নিজবাড়ীতে অনুষ্ঠিত জানাযায় স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মোবাইল ফোনের মাধ্যমে মরহুম এটিএম আলমগীরের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদ, বিশিষ্ট আইনজীবি দেওয়ান সামছুল হক, বিএনপি নেতা প্রভাষক জাহাঙ্গীর আলম, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন সৈকত, সাবেক সাধারন সম্পাদক রহমত উল্লাহ, জিকু, যুগ্ন-সম্পাদক আবুল বাশার, লাকসাম উপজেলা যুবদল নেতা কাশেম গাদ্দাাফী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল, সাধারন সম্পাদক নুরে আলম, লাকসাম উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাঈনুদ্দিন সাকিব। এছাড়াও লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন।
Leave a Reply