শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

বগুড়া শেরপুরে আগুনে পুড়িয়ে স্ত্রী-সন্তানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৬৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি: বগুড়া শেরপুরে স্ত্রী-সন্তানকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে পিতা নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ৩ এপ্রিল শনিবার সকাল ১১ টায় শেরপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় ঘটে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, খন্দকার পাড়া এলাকার নজরুল ইসলাম গত ৪ বছর আগে বরিশাল জেলায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী-সন্তানকে কোন খরচ না দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দোয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই একপর্যায়ে পারিবারিক দ্বন্দ্বে এপ্রিল শনিবার সকাল ৯ টায় বাড়িতে এসে ছেলে নোমান তার স্ত্রী মুক্তা ও মা শাহানাজ খাতুনকে বেধড়ক মারপিট করে বাড়িঘর ভাঙচুর করে এবং ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এসময় তারা জীবন রক্ষার্থে ৯৯৯ নাম্বারে ফোন করলে শেরপুর থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম আবার বেলা ১১ টার দিকে ঘরের দরজা ও বাড়ির গেট বন্ধ করে দিয়ে স্ত্রী-ছেলে পুত্রবধুকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী বাহির থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহনাজ বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নোমান জানান, আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে আমার বাবা। শাহানাজ খাতুন জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা বাড়ি থেকে বাহির হয়ে না যাওয়ায় আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাহির থেকে দরজা বন্ধ করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, আমরা ৯৯৯ থেকে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তখন বাড়িতে আগুন লাগানো হয়নি। পরে শাহনাজ নামের এক মহিলাকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়ার একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com