কনক আচার্য।- আজ পয়লা কার্তিক, বাউল দর্শনের মহাগুরু, লোকসংস্কৃতির প্রাণপুরুষ লালন সাঁই এর আজ ১৩০তম তিরোধান দিবস। বাউল সম্রাট লালন সাঁই এর জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও পয়লা কার্তিক মৃত্যু দিবস নিয়ে তেমন দ্বিমত নেই। সাঁইজি বাংলা ১২৯৭ সালের পয়লা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। বিগত বছর গুলোতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ দিনে লালন স্মরণোৎসব ও মেলা বসলেও এবছর তেমন কোন আচার অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়নি। কারোনাভাইরাসের কারনে এবার সব ধরনের অনুষ্ঠান বর্জন করা হয়েছে।
Leave a Reply