আমরা ছাত্ররা মনে করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমিই সেরা। আরেকজন ভাবে আমি বুয়েটের আমিই সেরা। কেউ কেউ ভাবে ঢাকা মেডিকেল কিংবা প্রাইভেট আবার কম কিসে ? এসব ভাবনা চিন্তার মাঝে আমরা ভুলে যাই, আসলে এখানেই শেষ নয়। ভর্তি পরীক্ষায় কয়েকটা এমসিকিউ আমার আপনার জীবনের ভালো খারাপ বলে দিতে পারে না। প্রত্যন্ত অঞ্চলের কলেজ কিংবা স্কুলের বারান্দা থেকে ফিরে আসা ছেলে গুলো ও একদিন মানুষ হয়েছে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়েছে স্বর্ণাক্ষরে।
অন্যদিকে জগন্নাথের সেই সেরা দাবি করা ছাত্রগুলোই সেদিন প্রকাশ্যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল, বুয়েটে আবরার, জাহাঙ্গীর নগরের এক ছাত্রনেতা রেপ করার সেঞ্চুরী করার খবরও মিডিয়া কর্তৃক চাউর হয়েছিল। জামালপুরের ডিসি, রূপপুরের বালিশ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কোনটি বাদ আছে এ তালিকা থেকে ? তালিকাটা কিন্তু বেশ বড় –
আবার ইতিহাসের অনেক গুরত্বপূর্ণ কাজ করেছিলো এসব প্রতিষ্ঠানের ছাত্ররাই। যারা এখনো আমাদের গর্ব। আমরা ভুলে যাই ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়ার শর্ত পূরণ করা জরুরি। আর প্রতিষ্ঠান কার্যত বেকার এখানে।
ছাত্রজীবন পার করে কর্মজীবনে এসেও সেরা দাবি করা থেকে আমরা সরে আসি না। বিসিএস পুলিশ , প্রশাসনের ধারে কাছেও যেন নেই, বিসিএসের অন্যান্য ক্যাডারেরা এমনটাই দাবি কিংবা আচরণ লক্ষ্য করার মত ! এটা চলছে হরহামেশাই।
অন্যাদিকে ডাক্তার বলে আমি সেরা, ইঞ্জিনিয়ার বলে আমিই সেরা। শিক্ষক বলে আমি তো জাতির মেরুদন্ডের নির্মাতা। আর প্রাইভেট চাকরি করা সিইও বলে লাখ লাখ টাকা বেতন কোন চাকরিতে আছে? আমিই সেরা।
আসলে “আমরা সেরা হওয়ার” শর্তগুলোর মধ্যে যে এসব নেই, আমরা তা ভাবতেও চাই না। আজ চারদিকে আমিই সেরা, আমিই বড়, আমিই সব এসব দেখতে দেখতে, শুনতে শুনতে আর সহ্য হচ্ছে না। না ভাই, আমি পারিনি বলে হিংসা থেকে বলছি না। প্রশ্ন উঠেছে, সেরা হওয়ার যে প্রথম শর্ত ছিল ভালো মানুষ হওয়া, সেটা কি হতে পেরেছি আজও ?
এ সমাজে এখনো ক্ষুধার্ত মানুষের অভাব নেই। চিকিৎসা প্রার্থী মানুষ কেন মারা যায় অর্থাভাবে বিনা চিকিৎসায় ? স্বার্থের জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলতে গিয়ে একবারও ভাবছিনা যে, আমরা আসলে কী করছি ! তাই বিবেকের কাছে প্রশ্ন করছি, আমি/আমরা কিসের সেরা? কিভাবে সেরা ??
লেখকঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা।
Leave a Reply