বজ্রকথা প্রতিনিধি।- এ সপ্তাহে রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন মাদারগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, আলুপ্রীতি হ্রাস পেয়েছে ভোক্তা সাধারণ ঝুকছে অন্য সবজির দিকে।
হাট ঘুরে দেখা গেছে, পীরগঞ্জে ধরণের সবজির দাম নতুন করে বাড়ে নাই। তবে কাঁচা মরিচের কেজি ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০। বেগুন বিক্রী হচ্ছে ৫০ টাকা কেজিতে। আলু, , পটল, ঝিঙ্গা, দুধকুশি, ঢেঁড়শ গড়ে ৪০ টাকা কেজিতে বিক্রী হচ্ছে। লাউ ও কুমড়া সাইজ অনুযায়ি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। লেবু ১০ টাকা আলায় বিক্রী হচ্ছে ।
রুই জাতীয় মাছের কেজি ২শ থেকে আড়াইশর মধ্যে রয়েছে। সরপুঁটি ও বাটা মাছ বিক্রী হচ্ছে ১৫০টাকার মধ্যে।বাজারে দেশী মাছের সরবরাহ বেড়েছে , দরদাম করে কিনচ্ছে ভোক্তারা। ব্রয়লার ১৭০ টাকা ,ক্রক ২৮০ মধ্যে, গো-মাংস ৭০০টাকা কেজিতে মিলছে।
ভারতীয় পিঁয়াজ বিক্রী হচ্ছে ৭০ টাকা, দেশি পিঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে। আদা ৩শ, রশুন ২শ টাকা কেজি। ডিমের হালা ৪৮ টাকা ।
ক্রেতারা আশা করছেন, শীতের সবজি নামতে শুরু করলে দাম কমে যামে যাবে।
Leave a Reply