আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত পৃথকভাবে উত্তর ও দক্ষিণ মুন্সিপাড়া মহল্লা শাখা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে শহরের একাডেমী স্কুল ভবনে উত্তর মুন্সিপাড়া মহল্লা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহল্লা আওয়ামীলীগের সভাপতি ফরিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সহ সভাপতি সত্য ঘোষ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।
এছাড়াও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবলু এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নাজমুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন, সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জেলা ছাত্রলীগের সদস্য মিথুনসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী।
এর আগে বিকেলে গোলকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ মুন্সিপাড়া মহল্লা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, দলকে গতিশীল করার লক্ষ্যে উত্তর ও দক্ষিণ মুন্সিপাড়া মহল্লা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়েছে উক্ত বর্ধিত সভায়।
Leave a Reply