মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি ঐতিহাসিক বুড়াবুড়ির মাজর প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণ ও এতিমখানার এতিম বাচ্চাদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-০১।
আজ বুধবার সকালে পাঁচবিবি-হিলি রাস্তার পাশে অবস্থিত বুড়াবুড়ির মাজারে ফলজ বৃক্ষ রোপন করেন-মানব দরদী, গরীবের বন্ধু, সাদা মনের মানুষ জননেতা জনাব আলহাজ্ব এ্যাড. মোঃ সামছুল আলম দুদু, জয়পুরহাট-০১ আসনের সদস্য মাননীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি । তিনি মাজারে প্রতিষ্ঠিত এতিমখানার অনাথ ও এতিম বাচ্চাদের মাঝে কোরআন শরীফও বিতরণ করেন। এসময় তাঁর সাঙ্গে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ বরমান হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মুনছুর রহমান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বেনু ও আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিমখানার শিক্ষকগণ।
মাননীয় সংসদ সদস্য মহোদয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দীর্ঘ দিন উক্ত মাজার ও এতিমখানা দেখাশুনা করে আসছেন।
Leave a Reply