কটিয়াদী থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা জেসমিন আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এছাড়া নিহত জেসমিন আক্তারের শিশুপুত্র ও প্রাইভেট কার চালক আহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জেসমিন আক্তারের স্বামীর নাম আনিছ মিয়া। তিনি একজন সেনা সদস্য। তাঁর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জে। স্থানীয় সূত্র জানায়, সিলেট ক্যান্টমেন্ট থেকে জামালপুর দেওয়ানগঞ্জে বাড়িতে যাওয়ার পথে শনিবার বেলা ১১টার দিকে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে প্রাইভেট কারের উপর গিয়ে পড়ে। এতে প্রাইভেট কার যাত্রী জেসমিন আক্তার ঘটনাস্থলেই নিহত হন। নিহত জেসমিন আক্তারের স্বামী সেনা সদস্য আনিছ মিয়া বলেন, ‘‘ঈদ উদযাপনের জন্য আমার স্ত্রী-সন্তান বাড়িতে যাচ্ছিল। এমন দুভাগ্যের কথা চিন্তা করিনি।’’ এ দিকে দুর্ঘটনার পরই আহতদেরকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি আব্দুস সোবাহান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply